Image description

২০২৫–২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জনকারী জাহাঙ্গীর আলম শান্তকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলা শাখা। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শান্তর নিজ বাড়িতে এ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি তাওহীদুল ইসলাম, সেক্রেটারি মাহফুজুর রহমান, অফিস সম্পাদক রাকিবুল ইসলামসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

শিবির নেতৃবৃন্দ শান্তর এই কৃতিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান।

জাহাঙ্গীর আলম শান্ত সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দের নিকট দোয়া কামনা করেন।