Image description
খুলনায় গ্রেফতারকৃত এক আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ডুমুরিয়া থানায় যান বিএনপির শতাধিক নেতাকর্মী। তবে তাদের চেষ্টা ব্যর্থ হয়।
 
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ডুমুরিয়া থানায় এ ঘটনা ঘটে।
 
আটক ওই আওয়ামী লীগ নেতার নাম সুকৃতি মণ্ডল। তিনি উপজেলার মাগুরখালী ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি।
 
স্থানীয়রা জানান, সুকৃতি মণ্ডলকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বুধবার সকাল থেকেই উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা এলাকায় জড়ো হন। তারা সুকৃতি মণ্ডলকে থানা থেকে ছাড়ানোর চেষ্টা করেন।
 
উপজেলার মাগুরখালী ক্যাম্প ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, ২০২৪ সালের জানুয়ারিতে মাগুরখালী গ্রামে লুটপাট ও ভাঙচুরের একটি মামলায় মঙ্গলবার রাতে সুকৃতি মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাকে ছেড়ে দেওয়ার জন্য ডুমুরিয়ার একাধিক বিএনপি নেতার ফোন এসেছিল। এতে থানা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
 
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সুকৃতি বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কাজ করছেন। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির হয়ে সক্রিয় রয়েছেন তিনি। তবে আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়নি বলে ধারণা করা হচ্ছে।
 
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে ডেভিল হান্ট ফেজ-২ এর পদক্ষেপ হিসেবে আমি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা পালন করেছি। যাতে করে দেশের আইন-শৃঙ্খলা বজায় থাকে।
 
তিনি আরও বলেন, সুকৃতি মণ্ডলকে ছাড়াতে আমার কাছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তদবির করেছে। তবে তাকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।