Image description

খুলনা মহানগরীর শেরে বাংলা রোডের আইনজীবীর বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা মেইন রোড থেকে বাড়িতে দুটি ককটেল ছুড়লে বিকট শব্দ হয়।

বাড়িটি খুলনা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বেগম আক্তার রুকুর। চব্বিশের গণ অভ্যুত্থানে আন্দোলনরত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে এবং রাজপথে সক্রিয় থেকে আলোচনায় আসেন তিনি।

বুধবার দুপুরে খুলনা সদর থানায় দায়ের করা অভিযোগে বেগম আক্তার জাহান রুকু উল্লেখ করেন, গত ১৬ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে নগরীর ৯৬ নম্বর শেরে বাংলা রোড, রাখাল হাজী বাড়িতে অবস্থিত তার বাসার মেইন গেটের বাইরে থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। ককটেল দুটি বিকট শব্দে গেটের ভেতরে বিস্ফোরিত হলে চারদিকে আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে পরিবারের সদস্যরা ভীত ও আতঙ্কিত হয়ে পড়েন।

তিনি আরো জানান, অজ্ঞাতনামা আসামীরা পরিবারের জানমালের ক্ষতি করার উদ্দেশ্যেই এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে তার ধারণা। এর আগেও কয়েকজন ব্যক্তি তাকে গালিগালাজ ও হত্যার হুমকি দিলে গত ১২ নভেম্বর তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।