সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) রিটকারির আইনজীবী অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি এর পক্ষে শুনানিতে ছিলেন।
আদালতের এই নির্দেশের ফলে আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত এই পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। এমআর পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে এই মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রতি পরীক্ষার্থীর জন্য ১০০ টাকা ফি-ও নির্ধারণ করা হয়েছিল।
এর আগে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্মারকে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সময়সূচি জানায়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক ফারুক হোসেন ও দুজন অভিভাবক ১০ ডিসেম্বর রিটটি করেন।