নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশিদ বান্নাহ ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে হুমকি দেওয়া হয়েছে। এরই মধ্যে চমকের ফোন নম্বর ফাঁস করা হয়েছে ও বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে বলে জানিয়েছে হুমকিদাতা।
ডাল্টন সৌভাত হীরা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হচ্ছে। এর আগে ওসমান শরিফ হাদিকেও এই অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছিল।
তবে হুমকি পাওয়ার পর বান্নাহ বলছেন, ‘ওরা চায় আমি কথা কম বলি। জুলাই এবং বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আলাপ কম দিই। কিন্তু ঘটনাটা উল্টা ঘটাব। আগের চাইতে কয়েক শ গুণ বেশি কথা বলব।
আরেক পোস্টে বান্নাহ জানালেন হুমকি পাওয়ার পর সরকার থেকে কেউ কোনো খোঁজখবর নেয়নি, এমনকি একটি ফোনকলও পাননি। তিনি বলেন, ‘আসাদ ভাইকে থ্রেট করা হচ্ছে! চমক, মামুনসহ আরো অনেককে! আমার আলাপ না হয় বাদই দিলাম। সরকার থেকে কেউ কি একটা কল করে হলেও জানতে চেয়েছে আপনারা ঠিক আছেন? আমি তো কার্টেসি কলও পাইনি এখন পর্যন্ত ।
এর আগে বান্নাহ ও চমককে যেন কেউ কাজের জন্য না ডাকে জানিয়ে হুমকিদাতা লিখেছে, ‘মাবরুর রশীদ বান্নাহ ও রুকাইয়া জাহান চমক, বঙ্গবন্ধুর ৩২ ভাঙার পর কুৎসিত উল্লাসকারী লাল বদর দুজনকে যদি মিডিয়ায় কেউ কাজে ডাকার চেষ্টা করেন তাহলে সেটা নিজ দায়িত্বে ডাকবেন, এই নব্য রাজাকারদের কাজে নেওয়ার ফলে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হলে সেটার দায়িত্ব কারো না।’
হুমকিদাতা বান্নাহ ও চমকের লোকেশন ট্র্যাক করছেন জানিয়ে লিখেছে, ‘এই দুই লাল বদরের যাবতীয় এক্সেস ট্রেস করা হবে। আমাদের আইটি টিমের মাধ্যমে সেটা আমাদের হাতে চলে আসবে। এই দুজনের প্রাপ্য তাদেরকেই বুঝিয়ে দেওয়া হবে।’