Image description

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও একটি ভুয়া নম্বর প্লেট উদ্ধার করা হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য জানায়।

সিটিটিসির বরাতে তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির পার্কিং থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিটিটিসি নিশ্চিত হয়েছে, হামলার সময় মোটরসাইকেলটির আসল নম্বর প্লেট পরিবর্তন করে একটি ভুয়া প্লেট ব্যবহার করা হয়েছিল, যা পরবর্তীতে পাশের একটি ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয়।

তদন্তে দেখা গেছে, উদ্ধারকৃত মোটরসাইকেলটি এ পর্যন্ত মোট আটবার হাতবদল হয়েছে। মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি। পরবর্তীতে শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল, আনারুল হতে পুনরায় ওবায়দুল হয়ে শুভ নামে এক ব্যক্তি মোটরসাইকেলটি ক্রয় করে। হাতবদল হয়ে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি ক্রয় করা হয়।

ডিসি তালেবুর রহমান জানান, উদ্ধার হওয়া আলামতগুলো অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।