Image description

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসরের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে এবারের অস্কার।

বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে একাডেমি কর্তৃপক্ষ ১২টি বিভাগে প্রতিযোগিতার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।

এবারের শর্টলিস্টে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে ওয়ার্নার ব্রাদার্সের প্রযোজনায় নির্মিত ‘সিনার্স’ এবং ইউনিভার্সালের ‘উইকেড: ফর গুড’। দুটি সিনেমাই আটটি করে বিভাগে জায়গা করে নিয়ে শীর্ষে অবস্থান করছে।

রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’ কাস্টিং, সিনেমাটোগ্রাফি, মেকআপ ও হেয়ারস্টাইলিং, সাউন্ড, ভিজ্যুয়াল ইফেক্টস এবং অরিজিনাল সংসহ একাধিক টেকনিক্যাল বিভাগে মনোনয়ন পেয়েছে। অন্যদিকে জন এম চু পরিচালিত ‘উইকেড: ফর গুড’ মনোনয়ন পেয়েছে কাস্টিং, সিনেমাটোগ্রাফি, মেকআপ ও হেয়ারস্টাইলিং, অরিজিনাল স্কোর, সাউন্ড, ভিজ্যুয়াল ইফেক্টস ও অরিজিনাল সং বিভাগে।

নেটফ্লিক্সের প্রযোজনায় নির্মিত ‘ফ্রাঙ্কেনস্টাইন’ পেয়েছে মোট ছয়টি বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা, যার মধ্যে কাস্টিং ও সিনেমাটোগ্রাফিও রয়েছে।

প্রতিবারের মতো এবারও অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে রয়েছে দর্শকদের বিশেষ আগ্রহ। যদিও এবার এই বিভাগে তেমন বড় কোনো অপ্রত্যাশিত চমক দেখা যায়নি। স্পেনের সিনেমা ‘সিরাত’ পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়ে আলোচনায় রয়েছে।

আরও পড়ুন

এই বিভাগে জায়গা পেয়েছে ভারতীয় নির্মাতা নীরজ ঘেওয়ানের ‘হোমবাউন্ড’, দক্ষিণ কোরিয়ার পার্ক চ্যান উকের ‘নো আদার চয়েজ’, তিউনিসিয়ার কাওথের বেন হানিয়ার ‘দ্য ভয়েজ অব হিন্দি রজব’ সহ মোট ১৫টি সিনেমা।

বাংলাদেশ থেকে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে পাঠানো হয়েছিল ‘বাড়ির নাম শাহানা’। তবে সিনেমাটি এবার অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে পারেনি।

এ ছাড়া ‘মার্টি সুপ্রিম’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ টেকনিক্যাল বিভাগগুলোতে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে।

সংক্ষিপ্ত তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্য থেকে ভোটের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করা হবে। ভোটগ্রহণ শুরু হবে আগামী ১২ জানুয়ারি এবং চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে ২২ জানুয়ারি।

উল্লেখ্য, এবার অস্কারের সংক্ষিপ্ত তালিকায় নতুন করে যুক্ত হয়েছে দুটি বিভাগ- ‘অ্যাচিভমেন্ট ইন কাস্টিং’ এবং ‘সেরা সিনেমাটোগ্রাফি’।