Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বানারীপাড়া উপজেলার বায়তুন নাজাত কমপ্লেক্স থেকে র‍্যালিটি শুরু হয়ে বন্দর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাষ্টার আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, পৌর আমির কাওসার হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব, মজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা আতিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও নেতৃবৃন্দ।

সমাপনী বক্তব্যে মাষ্টার আব্দুল মান্নান বলেন, মহান বিজয় দিবস আমাদের জন্য কেবল একটি ইতিহাস নয়, এটি ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের শপথের দিন। ১৯৭১ সালের আত্মত্যাগ আমাদেরকে শিখিয়েছে—জুলুম, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী সেই চেতনাকেই ধারণ করে মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তবে আমরা দুর্নীতিমুক্ত, নৈতিকতা সম্পন্ন ও জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।

বক্তারা বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।