রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ব্যবহৃত সুইচ গিয়ার (ছুরি) চুরি করা ছিল বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের আগে গৃহকর্মী আয়েশা একই কৌশলে অন্য একটি বাসা থেকেও একটি ছুরি চুরি করেছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় গৃহিণী লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫) ছুরিকাঘাতে নিহত হন। হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ারটি চুরি করা ছিল। আয়েশা বিভিন্ন বাসায় গৃহকর্মীর আড়ালে চুরি করতেন। ২০২৪ সাল থেকে অন্তত পাঁচটি বাসায় চুরি করেছে।
এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন ওই বাসার গৃহকর্মী আয়েশা। ঘটনার পর নিহত লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দুই দিন পর পুলিশ ঝালকাঠির নলছিটি উপজেলার দাদার বাড়ি থেকে আয়েশা ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেপ্তার করে।
আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছেন- আয়েশা ৬ দিন, রাব্বি ৩ দিন। রিমান্ডে আয়েশা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তার স্বামী রাব্বি জানান, তিনি হত্যা ঘটনার সময় বিষয়টি প্রথমবার জেনেছেন। হত্যা কালে আয়েশার হাত কেটে যায়। পরে তিনি তার হাতের চিকিৎসা করান এবং ল্যাপটপ বিক্রি করে বরিশালে যান।
তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ওসমান মাসুম জানান, হত্যার দিন বাসা থেকে দুটি ল্যাপটপ, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, এক জোড়া চুড়ি ও একটি গলার চেইন চুরি হয়। হত্যার পর নাফিসার স্কুল ড্রেস ও ব্যাগ নিয়ে বের হয়, যা পরে উদ্ধার করা যায়নি। সদরঘাটে বিক্রি করা ল্যাপটপ উদ্ধার করার চেষ্টা চলছে।