লালমাটিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মাহবুবুল হক ইন্তেকাল করেছেন।
আজ সকাল আনুমানিক ৯টায় রাজধানীর মিরপুর-২ কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করেছেন মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী।
মাওলানা মাহবুবুল হক (রহ.) দীর্ঘ ২৫ বছর ধরে লালমাটিয়া মাদরাসায় শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগেও তিনি দেশের একাধিক প্রসিদ্ধ মাদরাসায় শায়খুল হাদীস হিসেবে খেদমত আঞ্জাম দিয়েছেন।
তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
শিক্ষাজীবনে তিনি প্রাথমিকভাবে কাফিয়া পর্যন্ত গহরডাঙ্গা মাদরাসায় অধ্যয়ন করেন। এরপর শরহে বেকায় পর্যন্ত পড়াশোনা করেন হাটহাজারী মাদরাসায়। পরবর্তীতে জালালাইন থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত উচ্চতর শিক্ষা গ্রহণ করেন ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দে।
মরহুমের জানাযার নামাজ আজ বাদ যোহর লালমাটিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
তার ইন্তেকালে দেশের আলেম সমাজ, ছাত্রবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন—আমিন।