Image description

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। রোববার তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুদ।

আটকদের মধ্য দুজন শিশু, ৯ জন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে তিনজন খুলনা, সাতজন যশোর, দুজন নড়াইল, একজন সাতক্ষীরা, একজন মানিকগঞ্জ ও একজন ঢাকার বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুদ জানান, রোববার ভোরে সীমান্ত পিলার ২১৯/৭১ আর থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি নামক স্থানে তাদের দেখতে পেয়ে আটক করেন বিজিবির সদস্যরা। তারা সবাই বাংলাদেশি নাগরিক। নাম ও ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, তারা দুই বছর আগে কাজের জন্য বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। গত এক মাসে বিভিন্ন সময় তাদের আটক করে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পর রোববার ভোরে সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। পুশইনের শিকার বাংলাদেশি নাগরিকরা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ২৭ মে বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন ও ৩ জুন চানশিকারি সীমান্ত দিয়ে আটজনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।