রাষ্ট্রীয় সংস্থার ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
রোববার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত একাউন্টে তিনি এ মন্তব্য করেন।
জাবের লেখেন, রাষ্ট্রীয় সংস্থা এবং প্রতিষ্ঠানগুলো সরকারকে ঘোল খাওয়াচ্ছে। তাদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।
এর আগে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জানান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির পাশে রয়েছেন তিনি।
জাবের বলেন, ওসমান হাদি এখনও ডিপ কোমায় আগের অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। তবে ইন্টারনাল রেসপন্স আছে।
হাদিকে তার পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার পরিকল্পনা করা হচ্ছে। তবে বিদেশে নেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। অবস্থা বিদেশে নেওয়ার মতো উন্নতি হলেই নেওয়া হবে।