Image description

রাজধানীর তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যাকাণ্ডের মামলায় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য শাহরিয়ার সরকার রিফাতকে গ্রেপ্তার করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে দ্য ডেইলি ক্যাম্পাসকে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে শেরে বাংলা নগর থানার একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও কলেজের ছাত্রাবাসের সিসিটিভি ফুটেজের মাধ্যমে যাদের শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে একজন রিফাত।

গ্রেপ্তার রিফাতের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। তিনি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকেতর শিক্ষার্থী বলে জানা গেছে।

গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। এরমধ্যে সাকিবুল হাসান রানা আইসিউতে থাকার ৪ দিন পর মারা যান।