Image description

বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টি‌কিটের চাহিদা হু হু করে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) লন্ডন সময় এগারটায় বিমা‌নের ও‌য়েবসাই‌টে দেখা যায়, আগামী ২৪ ও ২৫ ডি‌সেম্ব‌র ঢাকাগামী দুটি ফ্লাইটের সব শ্রেণির টি‌কিট বি‌ক্রি হয়ে গেছে। বিমা‌নের ফ্লাইটেই ২৪ তারিখ দে‌শের প‌থে রওনা হবার কথা তা‌রেক রহমা‌নের।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিমান অনু‌মো‌দিত টিকিট বি‌ক্রেতা লুৎফুর রহমান সায়াদ।  সাংবা‌দিক‌দের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৪ ডি‌সেম্ব‌রের টি‌কিটের জন‌্য শুক্রবার দুপুর থেকে অনেকেই যোগা‌যোগ ক‌রে‌ছেন। কিন্তু কোনও টি‌কিট নেই।

একই তথ‌্য শনিবার ভোররা‌তে জানি‌য়ে‌ছেন ব্লু‌ ষ্টোন ট্রা‌ভেলসের কর্নধার ফজলুল রু‌বেল।

এখন অনেকে ২২ ও ২৩ ডি‌সেম্ব‌র বি‌ভিন্ন এয়ারলাইন্সে ট্রান‌জিট ফ্লাই‌টের টি‌কিট খুঁজ‌ছেন ব‌লে জানা গে‌ছে।

এ ব‌্যাপা‌রে বিমা‌নের যুক্তরাজ্য ও আয়ারল‌্যা‌ন্ডের কা‌ন্ট্রি ম‌্যা‌নেজার রিয়াদ সুলাইমা‌নের সঙ্গে দফায় দফায় ফো‌নে যো‌গা‌যোগের চেষ্টা করা হ‌লেও তি‌নি সাড়া দেন‌নি।

বিএন‌পির যুক্তরাজ্য সূ‌ত্রে জানা গে‌ছে, বাংলা‌দেশ সরকা‌রের ইস্যু করা ট্রা‌ভেল পার‌মিট নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান।

প্রাথমিকভাবে, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে যুক্তরাজ্যের কয়েকজন শীর্ষ বিএনপি নেতাসহ কয়েকজন সফরসঙ্গীর একটা তালিকা তৈরি করা হচ্ছে। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। যুক্তরাজ্য বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নিশ্চিত করেছেন যে, তারেক রহমানের সফরসঙ্গীদের তালিকা চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এদি‌কে, তা‌রেক রহমান দে‌শে ফেরার আগে এখন পর্যন্ত লন্ড‌নে ক‌মিউ‌নি‌টির সঙ্গে কোনও কর্মসুচীর প্রস্তু‌তির কথা জানা যায় নি। য‌দিও আগে বলা হ‌য়ে‌ছিল, ফেরার আগে ক‌মিউ‌নি‌টির সঙ্গে একবার আনুষ্ঠানিকভাবে আলোচনায় বস‌বেন তিনি। এমনকি, লন্ডনের স্থানীয় কমিউনিটির কোনও আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে তারেক অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

যুক্তরাজ‌্য বিএন‌পির ভারপ্রাপ্ত সভাপ‌তি আবুল কাল‌াম আজাদ শ‌নিবার ভোররা‌তে বাংলা ট্রিবিউন‌কে জানান, তারেক রহমান সন্ম‌তি দিলে আমরা এক‌টি প্রোগ্রাম আয়োজনের চেষ্টা করব।

শুক্রবার রা‌তে তা‌রেক রহমা‌নের দেশে ফেরার তা‌রিখ নির্ধারণ হওয়ায় নেতাকর্মীরা দোয়া মাহ‌ফিলের আয়োজন ও মি‌ষ্টি বিতরন ক‌রেন।