Image description

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গত শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করা হয়েছে। তবে হামলার বিষয়ে হাদিকে আগেই সতর্ক করেছিলেন সাবেক এক ‘র‍্যাব সদস্য’।

সম্প্রতি ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, আমি র‍্যাব ১০-এ যাত্রাবাড়ীতে কাজ করেছি তিন বছর। তখন থেকেই আমি সোর্স মেন্টেইন করি। গত পরশু দিন আমাকে একজন বললে যে ভাই, মাইরের সিরিয়ালে কিন্তু এখন হাদি।

নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দেওয়া এই ব্যক্তি বলেন, সোর্সরা আমাকে জানাল হাদির ভাইয়ের ওপর হামলা হতে পারে। আমি ভাইকে অফিসে গিয়ে বার বার বুঝানোর চেষ্টা করেছি। যখন দেখলাম তিনি বুঝতে চাচ্ছেন না, আমি নিজে থেকে চিন্তা করলাম দুই দিন আমি তার সঙ্গেই থাকব।

তিনি আরো বলেন, শুক্রবার সকালে আমি উত্তরা থেকে আসি। মেট্রোরেল বন্ধ থাকায় লোকাল বাস করে আসতে আসতে দেরি হয়ে যায় আমার। আর আসতে আসতেই শুনি হাদি ভাইয়ের ওপর হামলা হয়েছে।

তবে তিনি র‍্যাবের সদস্য কি না, তা যাচাই করা সম্ভব হয়নি।

ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এরই অংশ হিসেবে গত কয়েক দিন ধরে নির্বাচনী প্রচার চালিয়ে আসছিলেন তিনি।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান তার এক দফা অস্ত্রোপচার হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি জানান, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

 

গতকাল তিনি বলেন, বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। এখন কোনো ধরনের ইন্টারভেনশন সম্ভব না। রোগীকে কেবল লাইফ সাপোর্টে ধরে রাখার চেষ্টা চলছে।

তিনি বলেন, হাদি এখন ‘খুবই ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন এবং আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাকে আপাতত কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে, যদিও চিকিৎসকেরা এখনো আশার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।