Image description

ঢাকার মেট্রোরেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে পাঁচ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার বিকেল ৩টা মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে আজ রাত ৮টা ১৫মিনিটে মেট্রোরেল চলাচল শুরু করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, মেট্রোরেলের যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, মেট্রোরেল রাত ৮টা ১৫মিনিটে উত্তরা থেকে চলাচল শুরু করেছে।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী দ্য ডেইলি স্টারকে জানান, নিজস্ব চাকরি বিধিমালার দাবিতে উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেলের প্রধান কার্যালয়ের সামনে প্রায় ৫০০ থেকে ৬০০ কর্মী জড়ো হন। এ কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।