আজ জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচার চালানোর প্রস্তুতিকালে দুর্বৃত্তদের গুলিতে মারাত্মক আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপর রাত ৮টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আইসিইউ সংবলিত বিশেষ অ্যাম্বুলেন্সে করে হাদিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে।
হাদির ওপর এই হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনের একাধিক ব্যক্তিত্ব নিন্দা জানিয়েছেন। এবার এ প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
পোস্টে তিনি হাদিকে জুলাই আন্দোলনের অন্যতম হিরো হিসেবে গণ্য করে লিখেছেন, ‘ওসমান হাদি জুলাইয়ের আইকনিক ফিগার, আমাদের সময়ের নায়ক।’
তিনি আরও বলেন, ‘হাদিদের কোন ভয় থাকেনা, কোন মৃত্যু থাকে না। যারা কাপুরুষের মত গুলি করে বিপ্লবকে শেষ করতে চায়; তারা জেনে রাখো, আমাদের বিপ্লব চলবেই। হাসবুনাল্লাহ।’
প্রসঙ্গত, আজ দুপুর আড়াইটার দিকে হামলার শিকার হওয়ার পর ওসমান হাদিকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে অস্ত্রোপচার করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছিলেন, হাদিকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দিতে হয়। তার মাথার ভেতরে গুলি থাকার পাশাপাশি কানের আশেপাশেও গুলির আঘাত রয়েছে।