Image description

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা-৯ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী তাসনিম জারা। তার এই পদ্ধতি অনুসরনের তিনটি কারণ জানিয়েছেন তিনি। শুক্রবার (১২ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক লম্বা পোস্টে তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা বলেন, আমার পুরো জীবন আমি সহজ এবং সৎভাবে জীবন যাপন করার চেষ্টা করেছি। অনেকেই বলেছে রাজনীতিতে সততা টিকে থাকতে পারে না। আমি বুঝি কেন তারা এমন বলে। আমাদের চারপাশের নিয়ম, প্রত্যাশা এবং সংস্কৃতি প্রায়শই এমনভাবে তৈরি যেন যারা ন্যায্যভাবে খেলতে চায় তাদের বাইরে ঠেলে দেয়।

উদাহরণ দিয়ে তিনি বলেন, একটি ছোট উদাহরণ নেওয়া যাক। মানুষ বলে, নির্বাচনে অংশগ্রহণ করতে প্রচুর অর্থ লাগে। আমার নিজের গবেষণাও দেখা গেছে এটি ব্যথাদায়কভাবে সত্য। তবুও, আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আইনগত ব্যয় সীমার মধ্যে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আজ ঢাকা-৯ তে হাঁটলে দেখা যায়, রাস্তা এবং দেয়াল অন্যান্য প্রার্থীদের পোস্টারে ভরপুর। এই পোস্টারগুলো বলতে চায়: “এইটা আমার টার্ফ”।

তাসনিম জারা বলেন, আমি ভিন্ন সিদ্ধান্ত নিয়েছি। তিন কারণে আমি একটি পোস্টারও ছাপাইনি। প্রথমত, আমাদের এলাকার সৌন্দর্যের জন্য। পোস্টার পচে যায়, ছিঁড়ে পড়ে এবং আমাদের রাস্তাকে কাগজের কবরস্থল বানায়। দ্বিতীয়ত, পরিবেশের জন্য; কাগজ ও সম্পদের এত অপচয় আমাদের প্লানেটের বিরুদ্ধে একটি অপরাধ। তৃতীয়ক, ন্যায্যতার নীতির কারণে। যে প্রার্থী আইনগত ব্যয় সীমার মধ্যে থাকে, সে সহজেই ৫ থেকে ১০ লাখ টাকা পোস্টারে ব্যয় করতে পারবে না। এটি অসম্ভব। যারা করে, তারা জানিয়ে জানিয়ে নির্বাচনের নিয়ম ভঙ্গ করছে। 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন হয়তো তাদের সরাতে বলবে, কিন্তু আমি কি একমাত্র যে বিশ্বাস করে যে নিয়ম শুরু থেকেই মানা উচিত? এবং অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে তিরস্কার করে। তারা বলে, আমি খুব আদর্শবাদী। পোস্টার না থাকলে মানুষ ভাববে আমি নেই এবং শাপলা কলি মানুষের মনে হারিয়ে যাবে।

আরেকটি উদাহরণ দিয়ে তাসনিম জারা বলেন, প্রার্থীরা যখন তাদের নির্বাচনী এলাকায় ঘোরে, তখন তাদের শত শত সমর্থকের ভিড় দিয়ে ঘিরে থাকার আশা করা হয়। প্রার্থীকে তাদের পরিবহন, খাবার সব খরচ দিতে হয়। শুধু একশো মানুষ থাকলেও, খরচ দিনে অন্তত ৮০ হাজার থেকে ১ লাখ টাকা হবে। কয়েক দিনের মধ্যে আপনি আইনগত ব্যয় সীমা ছাড়িয়ে যাবেন। আমি তা করতে পারি না। এবং আমি তা করবও না। বরং, আমাকে বিকল্প পথ বেছে নিতে হবে।

 

তিনি বলেন, আমাকে স্বেচ্ছাসেবকদের ওপর নির্ভর করতে হবে, যারা যেমন আমরা বলে থাকি, “নিজের খেয়ে বনের মোষ তাড়াবে”—যারা অর্থের জন্য নয়, ভালোবাসা, কর্তব্য এবং বিশ্বাসের জন্য যা আমরা আরও ভালো কিছু পাওয়ার যোগ্য, তা দিয়ে দেয়। আমি সমস্ত কিছু এই আশা নিয়ে রেখেছি যে আপনার মতো যথেষ্ট মানুষ আমাদের লড়াই করার সুযোগ দেবেন।