Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দায়িত্ব ছাড়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আরেক উপদেষ্টা আসিফ নজরুলের কাঁধে। দায়িত্ব পুনর্বণ্টন করে গতকাল বৃহস্পতিবার গেজেট প্রকাশ করা হয়েছে।

 

এছাড়া পৃথক এক গেজেটে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণার পর তার পদত্যাগ কার্যকর হয়েছে। এর আগে গত বুধবার বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ। তিনি ছিলেন ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে।

 

আসিফ নজরুল আগে থেকেই আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। বাড়তি দায়িত্ব হিসেবে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবেও এখন থেকে কাজ করবেন তিনি।