Image description
 
সাক্ষাৎকারের তারিখ পরিবর্তনের প্রেক্ষাপটে ভারতীয় ভিসা আবেদনকারীদের নির্দেশনা দিচ্ছে মার্কিন দূতাবাস | ছবি: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস
 

আগে শুধুমাত্র শিক্ষার্থী ভিসা (এফ-১), এম ও জে ভিসায় এ নিয়ম ছিল। তবে ১৫ ডিসেম্বর থেকে তাদের সামাজিকমাধ্যমের উন্মুক্ত প্রোফাইলও যাচাই করা হবে। আবেদনকারীদের সামাজিক মাধ্যমে গোপনীয়তা সেটিংস ‘পাবলিক’ রাখতে বলা হয়েছে, যাতে কর্মকর্তারা সব তথ্য দেখতে পারেন।

 

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা নির্দেশনার কারণে ভারতে এইচ-১বি ভিসার পুনর্নির্ধারিত সাক্ষাৎকার স্থগিত করেছে দেশটির দূতাবাস।একই সঙ্গে কিছু আবেদনকারীকে মেইল করে নতুন করে সময়সূচি দেয়া হচ্ছে। এতে অনেকের সাক্ষাৎকার আগামী বছর পর্যন্ত পিছিয়েছে। আবেদনকারীদের ইমেলে পাঠানো নতুন তারিখ অনুসরণ করতে বলা হয়েছে। ভুল তারিখে গেলে দূতাবাস বা কনস্যুলেটে প্রবেশ করা যাবে না বলেও সতর্ক করা হয়েছে। খবর ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।

মার্কিন দূতাবাস বলেছে, অধিকাংশ আবেদনকারীকে নতুন তারিখ পাঠানো হয়েছে। সবাইকে নতুন সময়েই উপস্থিত হতে হবে। চলতি মৌসুমে ভিসা আবেদন বেশি হওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।

আগে শুধুমাত্র শিক্ষার্থী ভিসা (এফ-১), এম ও জে ভিসায় এ নিয়ম ছিল। তবে ১৫ ডিসেম্বর থেকে তাদের সামাজিকমাধ্যমের উন্মুক্ত প্রোফাইলও যাচাই করা হবে। আবেদনকারীদের সামাজিক মাধ্যমে গোপনীয়তা সেটিংস ‘পাবলিক’ রাখতে বলা হয়েছে, যাতে কর্মকর্তারা সব তথ্য দেখতে পারেন।

 

এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় দূতাবাস লিখেছে, নতুন তারিখের ই-মেইল পেলে অবশ্যই ওই দিনই আসতে হবে। পুরোনো তারিখে এলে প্রবেশাধিকার দেয়া হবে না। পাশাপাশি কোনো বিভ্রান্তি বা ভিসা-সংক্রান্ত প্রশ্ন থাকলে ‘মিশন ইন্ডিয়া’তে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

ভারতে চলতি মৌসুম ভিসা আবেদনকারীদের জন্য সবচেয়ে ব্যস্ত সময়। নতুন নিয়মের কারণে হাজারো আবেদনকারী বড় ধরনের সমস্যায় পড়ছেন। অনেক কর্মী ছুটির সময়ে দেশে ফিরে ভিসা নবায়ন করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু হঠাৎ করে সাক্ষাৎকার পিছিয়ে যাওয়ায় তারা যুক্তরাষ্ট্রে ফিরতে পারছেন না।

ব্লুমবার্গ জানিয়েছে, সাক্ষাৎকারের তারিখ মাঝ ডিসেম্বর থেকে সরিয়ে আগামী গ্রীষ্ম পর্যন্ত ঠেলে দেয়া হচ্ছে। এতে অনেকে মাসের পর মাস ভারতে আটকে থাকতে পারেন। আরেকটি বড় পরিবর্তন হলো, এখন থেকে আবেদনকারীরা তৃতীয় কোনো দেশে (যেমন কানাডা বা সিঙ্গাপুর) গিয়ে সাক্ষাৎকার দিতে পারবেন না। ভিসা স্ট্যাম্পিং হবে শুধুমাত্র নিজ দেশে।