আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ১২৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণায় বান্দরবান ৩০০নং আসনে জেলার আহ্বায়ক মংসা প্রু (চৌধুরী) এর নাম ঘোষনা করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটর এ অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১২৫টি আসনের মধ্যে তার নাম ঘোষণা করে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
প্রার্থী ঘোষণার পর বান্দরবান এনসিপির পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক মংসা প্রু (চৌধুরী)। ঘোষিত তালিকায় বান্দরবান ৩০০ আসনে মনোনয়ন পেয়েছেন মংসা প্রু (চৌধুরী)। মনোনয়ন পাওয়ার পরে তিনি রিক্সায় চড়ে শোভাযাত্রা বের করেন। এসময় তার সাথে রিক্সার পেছনে মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন দলীয় নেতাকর্মীরা। পথে পথে ফুল দিয়ে তাকে বরণ করে নেন বান্দরবানবাসী।
নিজের অনুভূতি জানাতে গিয়ে মংসা প্রু (চৌধুরী) বলেন, বান্দরবানের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও উন্নয়নবঞ্চনার কথা মাথায় রেখে আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের আস্থা ও সমর্থন নিয়ে এলাকায় টেকসই উন্নয়ন নিশ্চিত করা আমার লক্ষ্য। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সম্মান ও নিষ্ঠার সঙ্গে পালন করব।
তিনি আরও বলেন,এনসিপি জনগণের অধিকার ও নাগরিক স্বার্থের রাজনীতি করে। বান্দরবানের প্রতিটি উপজেলায় সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তিনি।