Image description
 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

জানায় যায়, সিলেট-১ আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক। সিলেট-৩ আসনে যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ আসনে যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ আসনে দলের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ এবং হবিগঞ্জ-৪ আসনে দলের জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেককে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ইতোমধ্যে সিলেট-১ আসনে মনোনীত প্রার্থী এহতেশাম হকের পক্ষে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় তার নাম ও ছবি সম্বলিত ফেস্টুন টাঙানো হয়েছে।