Image description

জরুরি সংবাদ সম্মেলন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার বিকেল সাড়ে ৩টায় পর প্রেস ব্রিফিং শুরু করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

 

আর আগে মঙ্গলাবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সমসাময়িক বিষয় নিয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেবেন আসিফ মাহমুদ। সেই ঘোষণা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের বলে জানা গেছে।

 

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতা আসিফ মাহমুদের উপদেষ্টা পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। তবে এ ব্যাপারে কোনো সূত্রই নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়।

 

এর আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ। চলতি সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে বলার পর তার গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের বিষয়টি সামনে আসায় গুঞ্জন আরো ডালপালা মেলে।