Image description

রাজধানী ঢাকার ৩০০ ফিটে বসুন্ধরা গেইটের সামনে পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষে চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দুর্ঘটনায় আহতের সংখ্যা ও নিহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি উদ্ধারকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের কাঞ্চন থেকে রাজধানীর কুড়িলে আসার পথে বসুন্ধরা গেটের সামনে উভয় দুই গাড়ির বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই গাড়ির চালকসহ বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।