Image description

মৌসুমের শুরুতেই বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে। মাত্র দুই-তিন দিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়।

গত শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ও পেঁয়াজের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরবরাহ সংকটের কারণেই পুরোনো পেঁয়াজের দাম চড়া। নতুন পেঁয়াজ কেবল আসতে শুরু করেছে। নতুন মুড়িকাটা পেঁয়াজ আসা শুরু হলেও তা খুব অল্প পরিমাণে। পাতাসহ পেঁয়াজও কেজিতে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

এদিকে ভোজ্যতেলের বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। সরকারি অনুমতি ছাড়াই ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৯ টাকা বৃদ্ধি করেছেন। ৫ লিটারের বোতলের দাম বাড়িয়েছেন ৪৩ টাকা এবং ২ লিটারের বোতলের দাম বাড়িয়েছেন ১৮ টাকা। এ বৃদ্ধি ক্রেতাদের জন্য বাজারে আরও চাপ তৈরি করছে। এ পরিস্থিতির কারণে দুদিনের ব্যবধানে পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে।