Image description

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবক সবুজ মিয়ার লাশ ১৬ ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার নাজিরগোমানী বিওপির সীমান্ত পিলারের কাছে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশি পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

সবুজ মিয়ার বাড়ি পাটগ্রামের পচাভান্ডার গ্রামে। এ সময় নিহতের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে পাটগ্রামের শমশেরনগর সীমান্তের ৮৬৪/৫ সীমানা পিলারের কাছে বিএসএফের গুলিতে সবুজ নিহত হন।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।