Image description

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। অনুষ্ঠানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্যারিসের ১৬তম এরোনডিজমেন্টের সিটি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্স এবং মোনাকোতে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি) তার বক্তব্যে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, জাতি গঠনে ভূমিকা, দুর্যোগ মোকাবিলা এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। তিনি শান্তি-নির্ভর পররাষ্ট্রনীতি ও পেশাদারিত্বের বিষয়টি তুলে ধরেন।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মিশন উপপ্রধান কাজী এহসানুল হক, প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিল এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা।

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির মধ্যে অংশ নেন বিএনপি ফ্রান্স শাখার সাবেক সভাপতি আহসানুল হক বুলু, সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর, বিএনপি ফ্রান্স শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, এনসিপি নেতা ও ব্যাংকার চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, কমিউনিটি নেতা এম এ রহিম, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এফবিজেএ এর মুখপাত্র সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, ব্যবসায়ী শহিদুল ইসলাম, গবেষক ইশতিয়াক আকিব এবং বাংলাদেশ নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ।