Image description

বন্ধুত্ব মানুষের জীবনে কতটা মূল্যবান—তারই অনন্য উদাহরণ তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক সিমকো ইয়ং। বন্ধুর টানে তিনি আকাশপথে প্রায় চার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছেছেন যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামে।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সিমকো ইয়ং। সেখানেই তাকে স্বাগত জানান তার দীর্ঘদিনের বন্ধু মুকুল হোসেন। এরপর সকাল ১০টার মধ্যেই মুকুল তাকে নিয়ে পৌঁছান শার্শার রাজনগর গ্রামের নিজ বাড়িতে।

বিদেশি অতিথির আগমনের খবরে স্থানীয়দের মধ্যে তৈরি হয় উৎসবের আমেজ। সিমকো ইয়ংকে একনজর দেখার জন্য ভিড় জমায় চারপাশের মানুষ। পুরো গ্রাম যেন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

 

মুকুল হোসেন জানান, প্রায় ১২ বছর তিনি দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানে কাজ করেছেন। সেই প্রতিষ্ঠানের মালিক ছিলেন সিমকো ইয়ং। দীর্ঘদিনের একসঙ্গে কাজের সুবাদে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের গভীর সম্পর্ক। দেশে ফেরার বহু বছর পরও সেই বন্ধুত্ব অটুট রেখেই মুকুলের খোঁজ নিতে বাংলাদেশে ছুটে এসেছেন তিনি।

 

বাংলাদেশ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে সিমকো ইয়ং বলেন, “বাংলাদেশ খুব সুন্দর দেশ। এখানকার মানুষ অত্যন্ত ভালো ও আন্তরিক। দেশটিকে আমার খুব পছন্দ হয়েছে।”

স্থানীয়রাও একজন বিদেশি অতিথিকে নিজেদের এলাকায় পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, সিমকো ইয়ংয়ের আগমনে গ্রামে বিরাজ করছে উৎসবের রঙ ও বাড়তি আনন্দ।