তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। অনেক জটিলতা ছিল আমরা সেইগুলো নিরসন করেছি। আরো যে বাধা আছে সেগুলো নিরসনের কথাও আমরা বলছি। গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যদি ফ্যাসিজম বা আওয়ামী লীগকে পুনর্গঠনের প্রচেষ্টা চালায় তাহলে আমরা সেটাকে গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচনা করবো না। নিষিদ্ধ ও মামলার আসামিদের যদি মিডিয়ার মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক আমার দেশের কার্যালয় পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, বর্তমান সময়ে দেশের মানুষকে সঠিক সংবাদ দেওয়ার জন্য মিডিয়ার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে ফ্যাসিজমের নানা উপদান রয়ে গেছে সেইগুলো চিহ্নিত করার জন্য মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। আমার দেশ সেই দায়িত্বটা গুরুত্বের সাথে পালন করছে। এ পত্রিকাটি ফ্যাসিজমের রোষানলে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে আমার দেশ পত্রিকা আবার যাত্রা শুরু করতে পেরেছে। এটা আমাদের জন্য খুবই আশার খবর ছিল। এতো অল্প সময়ে আমার দেশ আগের মত ফিরে আসতে পারবে এটা অপ্রত্যাশিত ছিল।
এর আগে তিনি দৈনিক আমার দেশের প্রধান কার্যালয়ে প্রবেশ করে পত্রিকাটির সম্পাদক ড. মাহমুদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে পুরো অফিস ঘুরে দেখেন।