Image description

গত ১ মাসে মেট্রোরেলের লাইনে ঘটেছে ৫ ঘটনা। এবার লাইনের বৈদ্যুতিক তারে কাপড় পড়লে ১৬ মিনিটের জন্য বন্ধ রাখা হয় মেট্রোরেল।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড(ডিএমটিসিএল) জানায়, তারে কাপড় পড়ার ফলে আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে বন্ধ রাখা হয় মেট্রোরেল।

ডিএমটিসিএলের মুখপাত্র আহসান উল্লাহ শরীফি বলেন, ‘উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে তারের ওপর কাপড় পড়ায় তা অপসারণের জন্য মেট্রোরেল চলাচল ১২ টা ২০ মিনিট থেকে বন্ধ রাখ হয়। পরে ১৬ মিনিট পর থেকে আবার চালু হয়।’

এর আগে, গত নভেম্বর মাসজুড়ে মেট্রোরেলের লাইনে বৈদ্যুতিক তার পড়ে যাওয়া, ব্যাগ পাওয়া, ড্রোন পতিত হওয়া, অবিস্ফোরিত ককটেল পাওয়া, ট্রেনের ছাদে শিশু উঠে যাওয়াসহ বেশ কয়েকটি ঘটনায় সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল।