সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ২টি পেজের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
মামলার এজাহারে সারজিস উল্লেখ করেন, বুধবার বেলা ১১টা ২০ মিনিটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রবেশ করে দেখতে পান, ‘Department of Bakshal, University of Dhaka’ ও ‘Criminals DU’ নামে দুটি পেজ থেকে তার বিরুদ্ধে বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে। তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের এডিট করা স্ক্রিনশট দিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া হয়েছে। ওই পোস্টে তার বিরুদ্ধে অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে।
এজাহারে তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিনি ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’ নিয়ে সোচ্চার অবস্থানে ছিলেন। এরই জেরে তাকে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
সারজিস বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ফেসবুক পেজ দুটি থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে। এতে আমার ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব করা হচ্ছে।
তিনি আরও জানান, ফেসবুক পোস্টে তাকে নিয়ে চরম মানহানিকর মন্তব্য, এডিট করা স্ক্রিনশট এবং কুরুচিপূর্ণ ছবি প্রকাশ করা হয়েছে, যা তার জন্য অত্যন্ত অপমানজনক ও ক্ষতিকর।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে সারজিসকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও পোস্টের অভিযোগে তিনি মামলা করেছেন। আমরা বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে তদন্ত করছি। সারজিস আমাদের কাছে ফেসবুক পেজের লিংক ও কিছু ছবি জমা দিয়েছেন। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।