Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে প্রায় ৪০ লিটার বাংলা মদসহ মদের কারখানা জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। এ ঘটনায় ১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের দক্ষিণ পাশে পাহাড়ঘেঁষা লিজ নেওয়া জমিতে একটি ছোট ঘর ছিল। সেখানে সুমন চাকমা নামে একজন মদ তৈরি করতেন। খবর পেয়ে গতকাল প্রক্টরিয়াল টিম তাকে বাংলা মদসহ আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করে।

সোমবার (১ ডিসেম্বর) রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কাকন।

এ বিষয়ে সহকারী প্রক্টর নুরুল হামিদ কাকন তার ফেসবুক একাউন্টে লিখেন, ‘ভয়াবহ! বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে চলে আসা মদ বানানোর কারখানার সন্ধান! প্রায় ৪০ লিটার সমপরিমাণ বাংলা মদসহ মদ বানানোর কারখানা ধ্বংস ও ১ জনকে জেলে প্রেরণ!’

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, 'বায়োলজিক্যাল সাইন্সের পুকুরপাড়ে নিয়মিত বহিরাগতদের উপস্থিতি দেখে আমাদের সন্দেহ হয়। কয়েক দফা রেকি করার পর নিশ্চিত হয়ে আমরা অভিযান চালাই। সুমন চাকমা ও তার সঙ্গে থাকা নারীকে আটক করা হয়েছে। তারা স্বামী-স্ত্রী নন বলে স্বীকার করেছেন।'

তিনি আরও জানান, অভিযানে সদ্য প্রস্তুত ৩০ লিটার মদের একটি ড্রাম, পাঁচ লিটারের ডেক্সি, বোতলভর্তি মদসহ মদ তৈরির উপকরণ, বিক্রির হিসাব-নিকাশের নোটবুক ও বন্যপ্রাণী শিকারের অস্ত্র উদ্ধার করা হয়।

প্রক্টরিয়াল টিম জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় এলাকার জঙ্গল থেকে বন্য শুকর, হরিণ ও অন্যান্য প্রাণী শিকার করে মাংস বিক্রি করতেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তার নিয়মিত ক্রেতা ছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশের একটি টিম এসে আলামত সংগ্রহ করে।

মাদকদ্রব্য আইন, বন্যপ্রাণী হত্যা ও অসামাজিক কার্যকলাপে অভিযোগে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে চালান দেওয়া হয় বলে জানান সহকারী প্রক্টর।

শীর্ষনিউজ