ভোলা-বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে দিনব্যাপী বিক্ষোভের পর সন্ধ্যায় ইউএনও, এসিল্যান্ড, ওসিসহ শত শত কর্মকর্তাদের ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে রেখে বাহিরে তালা দিয়েছেন আন্দোলনকারীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে অবস্থান করা কর্মকর্তা-কর্মচারীরা।
সরেজমিন গিয়ে দেখা যায়- বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটসহ পকেট গেটে লোহার শেকল দিয়ে বড় বড় তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।
এর আগে দুপুর থেকে ভোলা-বরিশাল সেতু, আবাসিক গ্যাস সংযোগ ও মেডিকেল কলেজসহ ৫ দফা দাবিতে বোরহানউদ্দিন উপজেলার ২২৫ মেগাওয়াট উৎপাদনক্ষম বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে আন্দোলন করে স্থানীয়রা।
সোমবার সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে লংমার্চ করে আন্দোলনকারীরা বোরহানউদ্দিন সরকারি কলেজ মাঠে জমায়েত হয়। পরে সেখান থেকে দুপুরে ওই উপজেলার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্লান্ট ঘেরাও করতে এক জোটে রওয়ানা হয়। প্লান্টের মুখে পুলিশ, র্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড আন্দোলনকারীদের প্রবেশে বাধা দিলে সেখানেই বিক্ষোভ করতে থাকে কয়েক হাজার ছাত্র-জনতা।
আমাদের দাবি আমাদের দাবি ‘ ভোলা-বরিশাল সেতু চাই’, ‘সরকারি মেডিকেল কলেজ চাই, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় চাই’, ‘ভোলার গ্যাস ভোলায় চাই’ স্লোগানে মুখরিত হয় পুরো বোরহানউদ্দিন।
অবরুদ্ধের ব্যাপারে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস জানান, প্রথমে অবরুদ্ধ করে রাখলেও পরবর্তীতে তারা বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।