বিপিএলের ১২তম আসর সামনে রেখে ফিরেছে নিলাম পদ্ধতি। রোববার নিলামে বাজিমাত করেছেন নাঈম শেখ, তাওহীদ হৃদয় ও লিটন দাসরা। নতুনত্ব আনতে এবারের বিপিএল পর্ব সিলেট দিয়ে শুরু হওয়ার পরিকল্পনা ছিল বিসিবির।
কিন্তু সোমবার বিসিবি সূত্রে জানা গেছে, সিলেট নয় ঢাকা পর্ব দিয়েই শুরু হবে বিপিএল। ২৬ ডিসেম্বর থেকে ছয় দলের বিপিএল শুরুর পরিকল্পনা বিসিবির। ওই সময় সিলেটে আবাসন সংকট থাকায় ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরু করতে যাচ্ছে বোর্ড।
বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু সমকালকে জানান, সিলেটে চিকিৎসকদের একটি সম্মেলন আছে বলে জেনেছেন তারা। যে কারণে ওই সময় হোটেলে প্রয়োজনীয় রুম ফাঁকা ও সুযোগ-সুবিধার নিশ্চয়তা পাচ্ছেন না তারা। ঢাকাতেই তাই শুরু হবে বিপিএলের প্রথম পর্ব।
বিসিবি পরিকল্পনা নিয়েছে যে, বিপিএলের প্রথম পর্বে ৪দিন ঢাকাতে ম্যাচ হবে। এরপর সিলেটে যাবে বিপিএল। সেখানে পাঁচদিন বিপিএল আয়োজনের পরিকল্পনা বোর্ডের। ঢাকা ও সিলেটের পর বিপিএল যাবে চট্টগ্রামে। বন্দর নগরীতে বিপিএল থাকবে ৬ দিন। ঢাকা পর্বে ফিরবে এলিমিনেটর ও কোয়ালিফায়ারের ম্যাচ দিয়ে। ঢাকাতে ফাইনাল দিয়ে শেষ হবে প্রায় এক মাসের টুর্নামেন্ট।
ঢাকা থেকে সিলেটে, আবার সিলেট থেকে চট্টগ্রাম হয়ে বিপিএল ঢাকা ফেরার পর্যায়ে ক্রিকেটারদের ভ্রমণক্লান্তি ও প্রয়োজনীয় অনুশীলনের জন্য মাঝখানে বিরতি থাকবে। এর আগে ২০১৭ সালে সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছিল বিপিএল।