ভেঙে বিভিন্ন খণ্ডে ভাগ হওয়া জাতীয় পার্টির কয়েকটি খণ্ডাংশ ও অন্য কয়েকটি দল মিলে নতুন একটি নির্বাচনী জোট শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই জোট গঠনের উদ্যোগ নিয়েছেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে বের হয়ে নবগঠিত জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। অবশ্য জাতীয় পার্টি এই অংশটি মূল জাতীয় পার্টির দাবিদার এবং আনিসুল ইসলাম মাহমুদ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। জাপার এই অংশে দলটির সাবেক একাধিক মহাসচিব ও অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য রয়েছেন।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) সহ বেশ কিছু দল নিয়ে নতুন একটি নির্বাচনি জোট গঠনের উদ্যোগ নিয়েছেন।
এ বিষয়ে আনোয়ার হোসেন মঞ্জু শীর্ষনিউজ ডটকমকে বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক জোট গঠন হচ্ছে, এটি একটি বাস্তবতা। তিনি জানান, এই জোটের মূল্ উদ্যোক্তা হচ্ছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার। তিনি জানান, শুধু বিভিন্ন সময় ভাগ হওয়া জাতীয় পার্টিগুলো নিয়ে জোট নয়, অন্য আরও বেশ কয়েকটি দল সম্ভাব্য এই জোটে আসতে পারে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এই জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। উদ্যোক্তারা চেষ্টা করছেন সম্ভাব্য জোটকে বৃহত্তর একটি জোটে রূপ দিতে।
শীর্ষনিউজ