Image description

ফরিদপুরে পৃথক স্থান থেকে শ্রমিক দল নেতাসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় আবেদুর রহমান আন্নু নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

আবেদুর রহমান কুষ্টিয়া সদর উপজেলার জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক। গত ১৬ নভেম্বর কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন তিনি।

ফরিদপুর নৌ পুলিশের উপ-পরিদর্শক তপন কুমার জানান, আবেদুর রহমান আন্নুর লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হিয়েছে। নিহতের স্বজনরা তার পরিচয় শনাক্ত করেছে।

অপরদিকে মঙ্গলবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, অজ্ঞাত ওই ব্যক্তি শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পিবিআই এর মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

শীর্ষনিউজ