Image description

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলের ব্যাপক অনিয়ম-দুর্নীতি নিয়ে গঠিত অনুসন্ধান এবং তদন্ত কমিটিগুলো ১৪ মাসেও পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দিতে পারেনি। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় কমিটি জানিয়েছে, সুপারিশসহ তাদের প্রতিবেদন আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।


একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের বিদ্যুৎ খাতের উৎপাদন, বণ্টন, আমদানি ও বিল পরিশোধ সংক্রান্ত সব নথি চেয়েও পাওয়া যায়নি। অন্যদিকে আদানির সঙ্গে করা চুক্তি বাতিলের উদ্যোগ নিলেও জাতীয় কমিটির পক্ষ থেকে এখনো সায় মেলেনি।


আইনজ্ঞ ও খাতসংশ্লিষ্টদের অভিমত, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বড় দুর্নীতিবাজরা এখনো বিচারের বাইরে। তাদের মতে, এসব রাঘব বোয়াল গত সাড়ে ১৫ বছরে অন্তত এক লাখ ২৫ হাজার কোটি টাকা লুট করেছে, যার একটি অংশ বিদেশে পাচার হয়ে গেছে। লুটেরাদের একজন সামিটের আজিজ খান সিঙ্গাপুরের 'অন্যতম শীর্ষ ধনী'র তকমাও পেয়েছেন। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা।
তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দাবি করছেন, সরকার ব্যবস্থা নিতে আগ্রহী হলেও জাতীয় কমিটির চূড়ান্ত সুপারিশ না মেলায় কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।


বিদ্যুৎ খাতের চুক্তি পর্যালোচনা-সংক্রান্ত জাতীয় কমিটির সদস্যদের দাবি, বিগত সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে এ খাতে যে পরিমাণ দুর্নীতি ও অনিয়ম হয়েছে, তার হিসাব করা অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ ব্যাপার।

অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে বিদ্যুৎ-জ্বালানি খাতের সব চুক্তি পর্যালোচনায় একটি জাতীয় কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটিকে যেকোনো সূত্র থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রয়োজনীয় যেকোনো নথি নিরীক্ষা করা, সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শুনানিতে তলব করা এবং বিশেষ আইনের (ইনডেমনিটি) আওতায় করা চুক্তিগুলোতে দেশের স্বার্থ রক্ষা হয়েছে কি না, তা নিরীক্ষা করার পূর্ণ এখতিয়ার দেওয়া হয়।


কমিটির অন্য সদস্যরা হলেন-বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ও সহ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরী, কেপিএমজি বাংলাদেশের সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আলী আশফাক, বিশ্বব্যাংক বাংলাদেশের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন, ইউনিভার্সিটি অব লন্ডনের ফ্যাকাল্টি অব ল অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অর্থনীতির