শেরপুরের শ্রীবরদীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় মো. সোহাগ আলী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৩ নভেম্বর) রাতে লংগরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় উপজেলার পূর্ব খড়িয়া এলাকার মো.আব্দুর রহমানের ছেলে হাফেজ মাওলানা মুফতি মো. জাহিদ মিয়া বাদী হয়ে মো. সোহাগ আলীর নামে থানায় মামলা করেন। ওই মামলার গ্রেপ্তার করে আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সোহাগকে আদালতে প্রেরণ করা হয়।
শ্রীবরদী থানার ওসি রবিউল আজম বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে।