Image description
 

জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে কোনো আর্থিক দুর্নীতির অভিযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

আজ রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন' ফ্রাজিলিটি অ্যাজ দ্য নিউ নরমাল স্টেটস ইন পার্মানেন্ট ইমারজেন্সি' সেশনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘আর্থিক দুর্নীর্তির প্রশ্নটা আপনি তুলেছেন। সেটি তথ্যগতভাবে ভুল। জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে কোনো আর্থিক দুর্নীতি নেই।’

তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মিথ্যাচার করে থাকে, তার দায়িত্ব তাকেই নিতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সুষ্পষ্টভাবে টাকার হিসাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার বরাদ্দকৃত ৭ কোটিরর মধ্যে ২ কোটিরও কম খরচ হয়েছে। কীভাবে খরচ করা হয়েছে সেটি ইতোমধ্যে প্রধান উপদেষ্টার অফিস ও জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।’