Image description
 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পসহ আরো বেশ কয়েকবার হালকা কম্পন অনুভূত হওয়ার পর দেশে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিতে ভূমিকম্প চলাকালীন করণীয় সম্পর্কে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

 

রোববার (২৩ নভেম্বর) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করা হয় এবং জীবন রক্ষাকারী কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে নির্দেশনা হিসেবে বলা হয়—

 

● ভূকম্পন শুরু হলে শান্ত থাকুন এবং যদি ভবনের নিচতলায় থাকেন, দ্রুত বাইরে গিয়ে খোলা জায়গায় আশ্রয় নিন।

 

● বহুতল ভবনে অবস্থানকারীদের জন্য Drop–Cover–Hold পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ—নিচু হয়ে শক্ত টেবিল/ডেস্কের নিচে আশ্রয় নেওয়া এবং তা শক্তভাবে ধরে রাখা। পাশাপাশি কলাম বা বিমের পাশে অবস্থান করাও নিরাপদ। মাথা রক্ষায় বালিশ বা কুশন ব্যবহারের কথাও বলা হয়।

● ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ভূকম্পন থামলেই বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ বন্ধ করার অনুরোধ জানানো হয়।

● বারান্দা, জানালা, বুকশেলফ, আলমিরা বা ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। জরুরি সময়ে ব্যবহারের জন্য টর্চ, হেলমেট, ওষুধ ও বাঁশি হাতের কাছে রাখতে বলা হয়।

● বাইরে থাকলে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও উঁচু ভবন থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

● গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার ও ঝুঁকিপূর্ণ স্থান থেকে দূরে গাড়ি থামিয়ে ভূমিকম্প না থামা পর্যন্ত ভেতরে থাকতে বলা হয়।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, বড় একটি ভূমিকম্পের পর পুনরায় কম্পন হতে পারে। তাই ক্ষতিগ্রস্ত ভবন বা অবকাঠামোর কাছে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সবার সম্মিলিত সচেতনতা ও প্রস্তুতিই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সীমিত রাখতে পারে।”

জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হটলাইন ১০২ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়।