কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিজের বাড়িতে ককটেল হামলা চালানোর অভিযোগে ইমন আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার রাতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল সন্ধ্যায় উপজেলার সোনাইকুণ্ডী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সূত্র জানিয়েছে, ইমন গত দুই মাস ধরে তার বাবা হাসেম আলীর কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করে আসছিলেন। এ নিয়ে নিয়মিত অশান্তি করতেন তিনি। এরই জের ধরে গত সন্ধ্যায় ইমন বাড়ির উঠানে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে আতংকিত হয়ে প্রতিবেশীরা থানায় জানান। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে।
সোলায়মান শেখ আরও বলেন, 'ককটেল বিস্ফোরণের পরপরই অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'