অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সব তথ্য-প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার করা হয়েছে, আসামি পক্ষের আপিলের সুযোগ আছে। আসামি পক্ষ সব সময় বলার চেষ্টা করে বিচার সঠিক হয়নি। তবে শেখ হাসিনাসহ আসামি পক্ষের সুযোগ আছে রায়ের বিরুদ্ধে আপিল করার। রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে, সেখানে অ্যাটর্নি জেনারেলের কোনো ভূমিকা নেই।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের কর্মশালায় মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তাদের বিরুদ্ধে যে তথ্য-প্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যেকোনো আদালত বলবে তারা দোষী। তারাই জলাই গণ-অভ্যুত্থাণের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, সেখানে সমালোচনা আমাদের থাকবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি দেখছি মাত্র ২০ দিনে ১ হাজার ৪০০ এর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময়ে ৩০ হাজারের বেশি মানুষ চোখ হারিয়েছে, হাত-পা হারিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। আমি এদের জন্য ন্যায়বিচার দেখছি, এখানে হাসিনা আমার জন্য মুখ্য নয়।
এ সময় শৈলকুপা সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র দাস দাস, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল, জ্যেষ্ঠ সাংবাদিক বিমল সাহা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, রোটেক্স বাংলাদেশের পরিচালক রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।