Image description
 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে পুলিশের সামনেই প্রকাশ্যে মিছিল হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। 

 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন থানা যুবলীগের ১ম যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু। 

ক্লোজড সদস্যরা হলেন- উপ-পরিদর্শক কামরুজ্জামান সিকদার, কনস্টেবল শফিকুল ও বাদশা মিয়া। 

স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত থাকলেও ছাত্রলীগের পাশাপাশি যুবলীগের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। প্রকাশ্য পুলিশের সামনে এ মিছিল দেখে সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময় মিছিলের ঠিক পেছনে পুলিশের একটি টহল গাড়ি চলতে দেখা যায়, যা ঘটনাটি আরও প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করে তুলে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিকভাবে বের হওয়া এ মিছিল নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে স্থানীয়দের মাঝে।

এ ঘটনায় মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন আনু, সতুর চর গ্রামের সোহেল ও রাঙ্গামালিয়া গ্রামের মন্টু নামে ৩ জনকে আটক করেছে পুলিশ। 

সিরাজদিখান থানার ওসি আবু বকর বলেন, মিছিল চলাকালীন পুলিশের একটি টহল গাড়ি ওই সড়ক দিয়ে যাচ্ছিল। পুলিশ বুঝে ওঠার আগেই দ্রুতগতিতে মিছিলকারীরা চলে যায়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে দায়িত্ব অবহেলার কারণে ক্লোজ করা হয়েছে।