শেখ হাসিনার ফাঁসির রায় উপলক্ষে টিএসসিতে ভূড়িভোজের জন্য বিকাশ-নগদে টাকা চাইলেন ডাকসুর পরাজিত ভিপি পদপ্রার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বর্তমান জাতীয় ছাত্র শক্তি) সাবেক আহ্বায়ক আব্দুল কাদের।
সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টায় ডিইউ মিডিয়া আপডেট নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এ বিষয়ে বার্তা দেন তিনি।
তিনি সব ছাত্র সংগঠনকে (ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশক্তি, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ ক্যাম্পাসের সক্রিয় সব ছাত্রসংগঠন) ‘দুর্দিনের সঙ্গী’ অভিহিত করে তাদের সঙ্গে নিয়ে একত্রে এই আয়োজন করার কথা উল্লেখ করেন।
‘জুলাইয়ে এবং জুলাইয়ের পূর্ববর্তী সময়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেমন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, ঠিক সেভাবেই এই আয়োজনে আপনারা সবাই সশরীরে উপস্থিত হয়ে এবং আর্থিকভাবে সহায়তা করে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করবেন বলে আশা করছি,’ তিনি উল্লেখ করেন।
অনেকেই ইতিমধ্যে এই আয়োজনে আর্থিক সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন এবং আরও যারা কন্ট্রিবিউট করতে চান তারা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে সহায়তা করতে পারেন বলেও জানান তিনি।
এবিষয়ে বাংলা ট্রিবিউনকে আব্দুল কাদের বলেন, বিকাশে-নগদে টাকা চাওয়ার ঘটনা সত্য। এই আয়োজনে অনেকে আর্থিক সহয়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।