মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিনে সোমবার ধানমণ্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়েছে একদল বিক্ষোভকারী। তারা ধানমণ্ডি ৩২-এ অবস্থিত শেখ মুজিবের বাড়ি ভাঙতে চাইলে বাধা দেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে এক সেনা সদস্যকে কথা বলতে দেখা যায়। ইতিমধ্যে ওই সেনা সদস্যের কথপোকথনের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ওই সেনা সদস্য বিক্ষোভকারীদের উদ্দেশে বলছেন, ‘সভ্য জাতিরা বিচারের মাধ্যমে কাজ করে। অসভ্য জাতিরা বাড়ি-ঘর ভাঙে, রাস্তায় রাস্তায় আগুন দেয়।’
তখন একজন বিক্ষোভকারী বলেন, ‘পুরো দেশ জানে আওয়ামী লীগ রাষ্ট্রদ্রোহী। তাদের অস্তিত্ব আমরা এখানে কেন রাখব?’
এর জবাবে ওই সেনা সদস্য বলেন, ‘তারা তো আমাদের দেশেরই মানুষ।
তখন আরেক বিক্ষোভকারী বলেন, ‘এটা তো তাদের কেবলা। আমরা তাদের কেবলা গুঁড়িয়ে দিতে চাই।’
এর জবাবে ওই সেনা সদস্য বলেন, ‘এসব ভাঙলেও মানুষের মাথা থেকে তো যাবে না।
আরেক বিক্ষোভকারী বলেন, ‘তাহলে কি আওয়ামী লীগ আবার ফিরবে?’ তখন ওই সেনা সদস্য বলেন, ‘এটা তো অযৌক্তিক প্রশ্ন।’