Image description
 

জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচন চায় আর বিএনপি ফেয়ার ইলেকশন চায় বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।

আজ সোমবার বিকালে কাহালু উপজেলার 'দুর্গাপুর ও জামগ্রাম ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। কর্মী সমাবেশে বিপুলসংখ্যাক নেতাকর্মীদের সমাগম ঘটে।

মোশারফ হোসেন বলেন, এই দেশে যা উন্নয়ন হয়েছে তা বিএনপির হাত ধরেই। আগামীতে আরও উন্নয়ন হবে। তাই ধানের শীষে ভোট দিয়ে দেশের সেই উন্নয়নের অংশীদার হন। বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করুন।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর বন্দুকের নলের মুখে থেকে রাজনীতি করেছি। নেতাকর্মীরাও রাজনীতি করেছে দিনের পর দিন জেল খেটেছে, নির্যাতনের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে তবুও একটা নেতাকর্মীও এলাকা ছেড়ে যায়। বিএনপির সব সময় দেশের মানুষের জন্য রাজনীতি করেছে, আগামীতেও করে যাবে।

বিডি প্রতিদিন