আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের ফেনীর গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চব্বিশের জুলাই আন্দোলনে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে এ নিরাপত্তা জোরদার করা হয়।
সোমবার সকাল থেকে জেলার ফুলগাজী উপজেলার হাসানপুর এলাকার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের বাড়ির চার দিকে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
ফুলগাজী থানার ওসি মুহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণাকে কেন্দ্র করে এ নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ নজরদারির পাশাপাশি বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।