চোখের সামনে খুনি ফ্যাসিস্ট হাসিনার বিচার সত্যি সত্যি হচ্ছে, এটাই অনেক বড় শান্তি- বলে স্বস্তি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
সোমবার (১৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা উল্লেখ করেন।
পোস্টে তিনি লেখেন, ‘খুনি ফ্যাসিস্ট হাসিনার বিচার সত্যি সত্যি আমাদের চোখের সামনে হচ্ছে। এইটুকুই অনেক বড় শান্তি। আর কেউ যেন কখনো এই দেশে হাসিনা হয়ে ওঠার সাহস না পায়’।
উল্লেখ্য যে, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫ হাজার মানুষকে মারাত্মক আহত করার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা হয়। যার রায় দেওয়া হবে আজকে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।