ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশে লাগেজ ভর্তি ৩২টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা সেখানে রাখা হয়েছিল । ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা সড়কের পাশ থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার অফিসার ইন চার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে লাগেজটি রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লাগেজের ভেতর থেকে ৩২টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
শীর্ষনিউজ