Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব পেয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। প্রস্তাবনা পাওয়ার পর শিক্ষকদের কাছে এ বিষয়ে মতামত জানতে চেয়েছেন। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি।

বিষয়টি সম্পর্কে জানতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে অধ্যক্ষ আজিজীর সঙ্গে। তিনি বলেছেন, ‘এখনো সিদ্ধান্ত চুড়ান্ত করিনি। শিক্ষকদের মতামতগুলো গুরুত্ব দিয়ে দেখছি।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আমি শিক্ষকদের নিয়েই থাকতে চাই। যদি নির্বাচন করতে হয়, তাহলে শিক্ষকদের জন্যই করব। তবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি শিক্ষকদের মতামত এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর নেওয়া হবে। আপাতত সবার মতামত পর্যবেক্ষণ করছি।’

এর আগে গতকাল বুধবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এমপি প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন বলে জানান অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল আইডিতে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি জানান, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। আপনাদের মতামত, আমাদের গতিপথ নির্ধারণ করবে।'

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ আন্দোলনের মাধ্যমে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর নেতৃত্বে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি মেনে নেয় সরকার।